Welcome to the Embassy of the People's Republic of Bangladesh, Muscat, the Sultanate of Oman                              (Office hour: Sunday-Thursday, 8:30 am to 4:30 pm )                  


সত্যায়ন

সত্যায়ন

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট নিম্নলিখিত কাগজপত্র সত্যায়িত করে-

  • পারিবারিক সনদসমূহ ও বিবাহ সংক্রান্ত অন্যান্য দলিল,
  • জন্মসনদ /মৃত্যু সনদ,
  • অনূদিত সনদ,
  • তালাক সনদ,
  • পাসপোর্ট কপি,
  • ওয়ারিশ সনদ,
  • শিক্ষা সনদ/ট্রান্সক্রিপ্ট,
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট,
  • ব্যাংক বিবরণী/সনদ,
  • মেডিক্যাল সার্টিফিকেট,
  • বাণিজ্যিক সনদ,
  • আমমোক্তারনামা,
  • ফ্যামিলি জয়েনিং ভিসা

প্রত্যয়ন/সত্যায়নের জন্য নির্দেশনা

অত্র দূতাবাস থেকে সত্যায়িত করার জন্য কাগজপত্র জমা দেওয়ার আগে বাংলাদেশে প্রদত্ত সনদগুলো অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে (পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে করাবেন) এবং ওমানের কোন প্রতিষ্ঠান প্রদত্ত সনদ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে।

  • সত্যায়িত করার জন্য ডকুমেন্টের মূল কপিসহ ফটোকপির একটি সেট জমা দিতে হবে। ফটোকপি রেকর্ডের জন্য দূতাবাস সংরক্ষণ করবে।
  • বৈধ বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি
  • ওমানে সিভিল আইডির অনুলিপি
  • পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বৈধতা বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক জারির তারিখ থেকে 6 মাস।


পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা অর্পণ:

যে কোনো ওমান প্রবাসী বাংলাদেশি নাগরিক বাংলাদেশে জমি বিক্রয়/ ক্রয় সংক্রান্ত, শেয়ার হস্তান্তর/ ক্রয় / বিক্রয়, ব্যাংক থেকে টাকা/পেনশন উত্তোলন ইত্যাদি উদ্দেশ্যে পাওয়ার অব অ্যাটর্নি বা আম মোক্তার নামা দূতাবাস থেকে প্রত্যয়ন করতে চাইলে তাকে তার বাংলাদেশী পাসপোর্ট কপি, ওমানের রেসিডেন্ট আইডির কপিসহ মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। একটি নথির একাধিক পাওয়ার দাতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

বিশেষ দ্রষ্টব্য: দূতাবাস কোনো পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তার নামা তৈরি করে না। আবেদনকারী/আবেদনকারীদের তার/তাদের প্রয়োজন অনুযায়ী নিজেকে/নিজেদেরকে সেটি প্রস্তুত করে আনতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবিগুলি যথাযথ জায়গায় সংযুক্ত করতে হবে। তারা কনস্যুলার অফিসারের সামনে স্বাক্ষর করবেন যা দূতাবাস দ্বারা যাচাই/প্রত্যয়িত হবে।


জমা দেওয়ার সময় : সকাল ০৮.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত (প্রতি কার্যদিবসে)।

ডেলিভারি সময়: বিকাল ৩.৩০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত (একই দিনে)।

ফি: প্রতি পৃষ্ঠার জন্য ০১ ওমানি রিয়াল ১০০ বায়যা।